বাংলাদেশের ক্রিকেট উত্থানে ক্লাব ক্রিকেটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: ওয়াসিম আকরাম

|

ওয়াসিম আকরাম। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের উত্থানের পেছনে ক্লাব ক্রিকেটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন ওয়াসিম আকরাম। করোনা কালে তামিম ইকবালের ডিজিটাল আড্ডায় উপস্থিত হয়ে এ মন্তব্য করেন কিংবদন্তী এই পেসার।

তামিমের এই আড্ডায় মূল অতিথি ছিলেন ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী দলের তিন সদস্য- আকরাম খান, মিনহাজুল আবেদীন ও খালেদ মাসুদ পাইলট।

এদিকে, আকরাম খান, মিনহাজুল আবেদীন ও খালেদ মাসুদ ফিরিয়ে আনলেন বাংলাদেশ ক্রিকেটের উঠে আসার সেই দিনগুলির কথা। ১৯৯৭ আইসিসি ট্রফিতে লড়াই, ত্যাগ, আবেগ, যা ছিল বাংলাদেশ ক্রিকেটের ভিত্তি, আজ পেশাদারী যুগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ শতক ও রান সংগ্রাহক তামিম ইকবাল সেটিকেই স্মরণ করলেন গভীর শ্রদ্ধায়।

তাছাড়া সাবেক তিন অধিনায়ক মিনহাজুল আবেদীন, আকরাম খান, খালেদ মাসুদদের কণ্ঠে ফিরে এলো অম্ল-মধুর সেদিনের অনেক কথা।

আলোচনার পথ ধরেই আড্ডায় উপস্থিত হন সর্বকালের সেরা বাঁহাতি পেসার-অলরাউন্ডার ওয়াসিম আকরাম। ৯২’র বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান দলের প্রাণভোমরার কণ্ঠে বাংলাদেশ ক্রিকেটের প্রশস্তি। তিনি বলেছেন, তারকা খ্যাতির শীর্ষে থেকেও ১৯৯৫ সালে কেনো আবাহনীতে খেলেছিলেন তিনি, সেই গল্প। উঠে এলো বিখ্যাত সেই নো বলের প্রসঙ্গও।

এছাড়া, সুযোগ পেয়ে ক্রিকেট সম্পর্কিত নানা প্রশ্নের উত্তরও জেনে নেন তামিম, যার বড় অংশটিই ছিল পেস বোলিং প্রসঙ্গ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply