হাসপাতালে চিকিৎসা না পেয়ে এনজিওভিত্তিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ভিড়

|

চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীরা ভিড় করছেন এনজিওভিত্তিক স্বাস্থ্যকেন্দ্রে। করোনার সংক্রমণ শুরুর পর থেকে বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এই দুর্যোগে সাধারণ রোগের চিকিৎসা থেকে অস্ত্রোপচার, সব ধরণের সেবা পেয়ে খুশি রোগীরা।

করোনা প্রকোপ শুরুর পর থেকে বন্ধ চট্টগ্রামের প্রায় সব বেসরকারি হাসপাতাল। নন কোভিড সার্টিফিকেট ছাড়া রোগী ভর্তি করাচ্ছে না সরকারি হাসপাতালগুলোও।

ফলে চাপ বেড়েছে এনজিও ভিত্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে। এই যেমন, চট্টগ্রাম নগরীর মাদারবাড়িতে সূর্যের হাসি ক্লিনিক, প্রতিদিন চিকিৎসা সেবা নিতে ভিড় করছেন সব বয়সী মানুষ। কোন হাসপাতালেই চিকিৎসা না পাওয়া সাধারণ রোগীদের ভরসা এখন এসব স্বাস্থ্যকেন্দ্র।

কর্তৃপক্ষের মতে, করোনা বিস্তারের পর চট্টগ্রামে সূর্যের হাসি ক্লিনিকের ৫২ টি সেবাকেন্দ্রেই বেড়েছে রোগীর চাপ। প্রসূতি মা ও শিশুদের চিকিৎসা সহ যেখানে মিলছে সব ধরণের সেবা।

ঝুঁকি থাকলেও, এমন দুর্যোগে রোগীদের ফিরিয়ে না দিয়ে সেবা দিচ্ছেন চিকিৎসকরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্রেও সীমিত আকারে দেয়া হচ্ছে চিকিৎসা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply