ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ‘শতাব্দির সেরা কষাঘাত’

|

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ‘শতাব্দির সেরা কষাঘাত’। রোববার, রামাল্লায় ফিলিস্তিনি নেতাদের দু’দিনের বৈঠকের উদ্বোধনী ভাষণেই এ মন্তব্য করেন ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

তিনি বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ার পরই আসলে বন্ধ হয়ে গেছে শান্তি আলোচনার সব পথ। তাই, ট্রাম্পের কোন আশ্বাসই মেনে নিতে পারবে না ফিলিস্তিন। বৈঠকে তিনি অভিযোগ করেন, ১৯৯৫ সালে স্বাক্ষরিত অসলো চুক্তিও ধ্বংসের কিনারায় নিয়ে গেছে ইসরায়েল।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট নতুনভাবে জেরুজালেমের বাইরের ছোট্ট গ্রাম ‘আবু দিস’-কে ফিলিস্তিনের ভবিষ্যৎ রাজধানী হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাব দেন। গেলো ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্টের বির্তকিত সিদ্ধান্তের প্রতিবাদে চলছে ফিলিস্তিনি নেতাদের দু’দিনের এ বৈঠকে।

যমুনা অনলাইন: এম আই আর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply