বিদ্রোহীদের হামলায় কাশ্মিরে ১ ভারতীয় পুলিশ সদস্য নিহত

|

কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর উপর বিদ্রোহীদের হামলায় জম্মু-কাশ্মির পুলিশের এক হেড কনস্টেবল নিহত হয়েছে। নিহত হেড কনস্টেবলের নাম মোহাম্মদ আমিন। খবর ভারতীয় গণমাধ্যম এই সময়’র।

কাশ্মির পুলিশ জানায়, দক্ষিণ কাশ্মিরের কুলগমের মেন চকে টহল দিচ্ছিল সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনী। সেসময় বিদ্রোহীদের অতর্কিত ছোড়া গুলিতে গুরুতর আহত হন এই পুলিশ সদস্য। পরবর্তীতে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করা হয়।

কাশ্মির পুলিশ জানায়, কাশ্মিরের শীর্ষ এক বিদ্রোহী নেতা রিয়াজ নাইকু যৌথ বাহিনীর হাতে নিহত হবার পর বিদ্রোহীরা এখন নিরাপত্তা বাহিনীর উপরই বেশি হামলা করছে। ৎ

পুলিশ জানায়, রিয়াজ নাইকু নিহত হওয়ার পর, সাইফুল্লা মির ওরফে গাজি হায়দারের হাতে হিজবুল মুজাহিদিনের দায়িত্ব তুলে দিয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপর লাগাতার হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply