তামিমের রেকর্ড ভাঙবেন লিটন–সৌম্য!

|

ব্যাট হাতে দেশের হয়ে অনেক রেকর্ড’র নায়ক জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল খান। তবে তার এই রেকর্ড চীরস্থায়ী নয়।

তবে কে ভাঙবেন তামিমের এই রেকর্ড তাও তামিম জানালেন নিজেই। গতকাল শনিবার রাতে তামিমের অনলাইন আড্ডায় তামিমের সাথে যোগ দেন সৌম্য সরকার, লিটন দাস, মুমিনুল হক ও তাইজুল ইসলাম।

আর সেখানেই তামিম জানান তার রেকর্ডগুলো দখল করবেন লিটন ও সৌম্য।

তামিম বলেন, ‘সত্যি কথা বলতে কি লিটন, আমি এখনও বললাম, তুই আর সৌম্য যে ধরনের খেলোয়াড়, এই রেকর্ডগুলো যদি কেউ ভাঙতে পারে, তোরাই ভাঙবি। আমার কথাটা ধরে রাখিস। সৃষ্টিকর্তা তোদের বিশেষ কিছু প্রতিভা দিয়েই বাংলাদেশে পাঠিয়েছে। হয়তো বা মাঝে মাঝে আমরা খুব তাড়াতাড়ি সমালোচনা শুরু করে দিই। কিন্তু তোরা যত বেশি খেলবি বাংলাদেশের হয়ে, তত বেশি রেকর্ড ভাঙবি। আজ থেকে ৭ বছর পর এসে বলিস, আমি এই কথাটা বলেছিলাম।’

ওয়ানডেতে এক ম্যাচে তামিমের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড নিজের করে নিয়েছেন লিটন। গত মার্চে ১৭৬ রান করে এক ম্যাচে তামিমের করা ১৫৪ রানের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরটি নিজের করে নেন তিনি।

অন্যদিকে, গত বছর আবার তামিমের দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসিয়েছিলেন সৌম্য। নিউজিল্যান্ডের হ্যামিল্টনে ৯৬ বলে সৌম্য তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। ২০১০ সালে লর্ডসে ৯৬ বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তামিম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply