ফরাসি শিক্ষাবিদকে ৬ বছরের কারাদণ্ড দিল ইরান

|

ফরাসি শিক্ষাবিদ ফারিবা আদেলখা

ফরাসি শিক্ষাবিদ ফারিবা আদেলখা

জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে ফরাসি শিক্ষাবিদ ফারিবা আদেলখাকে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার তার আইনজীবীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

আইনজীবী সাঈদ দেহগাম বলেন, আদালত তাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে তেহরানের বিপ্লবী আদালতের ১৫তম শাখা। এছাড়া ইসলামি প্রজাতন্ত্রটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের দায়ে তাকে আরও এক বছর কারাদণ্ডের সাজা দেয়া হয়। তবে শাস্তির রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তার আইনজীবী।

এর আগে আদেলখার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ খারিজ করেছে ইরান। কিন্তু নিরাপত্তা-সংশ্লিষ্ট অন্যান্য অভিযোগে তিনি কারাগারে রয়েছেন। তাকে মুক্তি দিতে ফ্রান্সের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসলামি প্রজাতন্ত্রটি।

২০১৯ সালের জুন থেকে কারাগারে আটক রয়েছেন ৬০ বছর বয়সী এই নৃবিজ্ঞানী। তার বিরুদ্ধে তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে।

অবশ্য, আদিলখার সঙ্গে আটক থাকা তার স্বামী ফরাসি শিক্ষাবিদ রোল্যান্ড মার্চেলকে গত মার্চে মুক্তি দিয়েছে ইরান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply