টাঙ্গাইলে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত: জেল জরিমানা

|

টাঙ্গাইলে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানা

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা ও তিন জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও প্রেসক্রিপশন ছাড়া লোপেন্টা বিক্রির অভিযোগে তাদের শাস্তি দেয়া হয়।

আজ শুক্রবার বিকেলে শহরের নিউ মার্কেট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত, জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর এর সহকারি পরিচালক নার্গীস আক্তারসহ আইন শৃংঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম বলেন, প্রেকসিকশন ছারা লোপেন্টা বিক্রির অভিযোগে ও অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ রাখায় ঔষধ আইন ১৯৪০ এর ১৮/২৭ ধারায় তাদের জরিমানা করা হয়। এছাড়া অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply