মনের জোরেই করোনার বিরুদ্ধে লড়ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা

|

করোনাভাইরাসের বিরুদ্ধে চিকিৎসক, নার্স বা মেডিকেল টেকনোলজিস্টরা লড়ছেন অনেকটা মনের জোরে। অনেক নার্সই বলছেন, তারা প্রয়োজনীয় প্রশিক্ষণ পাননি।

চিকিৎসকরা বলছেন, করোনা রোগী সামলাতে অনলাইনে নামমাত্র প্রশিক্ষণ দেয়া হয়েছে তাদের। নিজেদের সুরক্ষিত রেখে, সেবা দিতে আরও নিবিড় প্রশিক্ষণ দরকার ছিল বলে মনে করেন সম্মুখ যোদ্ধারা।

ঢাল তলোয়ার ছাড়া, অনেকেই নিধিরাম সর্দারের মত লড়েছেন কোডিভ নাইন্টিনের বিরুদ্ধে। প্রত্যন্ত অঞ্চলের নার্সরাও জানান প্রশিক্ষণ না পাওয়ার কথা।

অনলাইনে কোনরকম প্রশিক্ষণ দিয়ে দায় সেরেছে অধিদপ্তর। দু’মাস ধরে চিকিৎসা দিলেও, কেউ কেউ প্রশিক্ষণ পেয়েছেন সপ্তাহখানেক আগে।

তবে, অনলাইনের এই প্রশিক্ষণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন স্বাস্থ্যকর্মীরা। দরকার ছিল হাতে কলমে শিক্ষা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রশিক্ষণের হার নিয়মিত বাড়ছে।

এদিকে, রোগী বাড়ায় নানা চ্যাঞ্জেলে মুখে পড়ছেন মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা। আইসিইউসহ করোনা চিকিৎসায় শয্যা বাড়ানোর দাবি তাদের।

https://www.youtube.com/watch?v=em6H_HyWNZE


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply