চীনে গত একমাসে করোনায় কারো মৃত্যু হয়নি

|

চীনে গত একমাসে করোনাভাইরাসের কারণে কোন রোগীর মৃত্যু হয় নি। সর্বশেষ ১৪ এপ্রিল একজনের মৃত্যুর খবর দিয়েছিল দেশটি। চীনে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৮২ হাজার ৯৩৩ এবং তাদের মধ্যে মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন শুক্রবার (১৫ মে) চারজন কোভিড-১৯ রোগী শনাক্তের খবর জানায়। শনাক্ত রোগীদের সবাই দেশটির উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশের অধিবাসী। সম্প্রতি এ প্রদেশটিতে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। তবে গত একমাসে এ রোগে কারো মৃত্যুর খবর দেয়নি চীন।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বজুড়ে প্রায় ৩ লাখ ২ হাজার ৮৮৮ জন মানুষের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪৫ লাখ ১৬ হাজার ৩৮৫ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply