সেরাটা দিতে পারলে সিরিজ জিতবে বাংলাদেশ: মাশরাফি

|

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে কাল ঢাকায় পর্দা উঠছে তিন জাতি সিরিজের। আজ রবিবার সকালে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, নিজেদের সেরাটা দিতে পারলে সিরিজ জিতবে বাংলাদেশ। তিনি আরও বলেন, উইকেট ভালো, টস নিয়ে ভাবি না। মাঠে অন্তত ৮০ ভাগ পরিকল্পনা বাস্তবায়ন হলে আমরাই জিতবো। আমরা জিততে চাই। ভালোভাবেই জিততে চাই। ইমরুল কায়েস ছাড়া দলের বাকি সদস্যরা ফিট রয়েছেন বলেও জানান তিনি।

হাথুরুসিংহে নিয়ে মাশরাফি বলেন, হাথুরুসিংহেকে স্যালুট জানাই, আমরা তার নির্দেশে খেলে ভালো রেজাল্ড করেছি। এই ক্রেডিট দিতে আমাদের বিন্দুমাত্র প্রশ্ন নেই। একই সংবাদ সম্মলনে খালেদ মাহমুদ সুজন বলেন,  ত্রিদেশীয় সিরিজে আমরা চ্যাম্পিয়ন হতে চাই।

অন্যদিকে শ্রীলঙ্কা দলের সংবাদ সম্মলনে হাথুরুসিংহে বলেন,  সৌম্য তাসকিন ছাড়াও বাংলাদেশ ভালো দল ও টাফ প্রতিপক্ষ। এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, আমার এভাবে চলে যাওযার মাঝে কোন অপেশাদারিত্ব দেখি না।

কাল মিরপুরের হোম অব ক্রিকেটে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর ১২ টায়। ঘরের মাঠে জয় দিয়েই নতুন বছর শুরু করতে মুখিয়ে টইগাররা। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরের দুঃসহ স্মৃতি কাটানোর মিশন মাশরাফিদের। তবে প্রতিপক্ষ জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছে না স্বাগতিকরা। নিজেদের সবশেষ সিরিজে শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের সিরিজ হারানোর সুখস্মৃতি আছে হিথ স্ট্রিকের দলের। ১৯ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। সিরিজে এক দল আরেক দলের সঙ্গে দুবার মুখোমুখি হবে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। সিরিজে দিবারাত্রির সবগুলো ম্যাচই হবে মিরপুরে।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply