নিপীড়নের দায়ে ফের অভিযুক্ত মিয়ানমার সেনাবাহিনী, দায় স্বীকার

|

রাখাইনে অন্যায়ভাবে নিপীড়ন চালানোর দায়ে ফের অভিযুক্ত মিয়ানমার সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের কাছে বিষয়টি স্বীকার করেন সেনা মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল জাও মিন তুন।

নৌকায় চোখ-হাত বাঁধা একদল মানুষকে বর্বর নির্যাতন করছে সেনাসদস্যরা- সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এ ভিডিও। এ ঘটনায়, আবারও সমালোচনার মুখে পড়লো দেশটির সেনাবাহিনী। বিতর্ক এড়াতে, সামরিক বাহিনী তড়িঘড়ি নিজস্ব ওয়েবসাইটে বিবৃতি প্রকাশ করে।

তারা বলে, ভিডিওটি ২৭ এপ্রিল ধারণকৃত। দাবি- নির্যাতিত ব্যক্তিরা আরাকান স্যালভেশন আর্মির সদস্য; তাদের সিতওয়া’য় নিয়ে যাওয়া হচ্ছিলো। বিবৃতি অনুসারে, অভিযুক্ত সেনাসদস্যদের আটক করা হয়েছে; গঠিত হয়েছে ট্রাইব্যুনালও। ২০১৭ সালে, সেনাদের হত্যাযজ্ঞ থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেন ১১ লাখেরও বেশি রোহিঙ্গা। আন্তর্জাতিক অপরাধ আদালতে সংখ্যালঘু নিধনের দায়ে অভিযুক্ত মিয়ানমার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply