২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ

|

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। এর মধ্যে ১২ জন পুরুষ ও ৭ জন নারী। মৃত ১৯ জনের মধ্যে ১৩ জনই ঢাকার হাসাপাতালগুলোতে মারা গেছেন। এছাড়া, নারায়ণগঞ্জে ১ জন, মুন্সিগঞ্জে ১ জন, খুলনা বিভাগে ১ জন ও চট্টগ্রাম বিভাগে ৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

মৃতদের মধ্যে একজন মেয়ে শিশুও আছে বলে জানা গেছে। এছাড়া, অন্যান্যদের বয়সসীমা হলো- ৩১-৪০ বছরের মধ্যে ১ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৫ জন ও ৭১-৮০ বছরের মধ্যে ৫ জন।

এই ১৯ জন নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৬৯। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮২২ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply