বাংলায় হল আখেরি মোনাজাত, মানবতার কল্যাণ কামনা

|

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল পৌনে ১১টায় মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম হজরত মাওলানা যোবায়ের হাসান। বহু বছর পর বাংলায় আখেরি মোনাজাত করা হলো। এতে বিশ্ব মুসলিমদের ঐক্য ও মানবতার কল্যাণ কামনা করা হয়।

এর আগে বিগত বছরগুলোতে ভারতের মাওলানা সাদ কান্ধলভি হিন্দিতে মোনাজাত পরিচালনা করতেন। তাকে নিয়ে বিতর্ক ওঠার পর মাওলানা সাদ বাংলাদেশে এলেও টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ না নিয়েই শনিবার ফিরে গেছেন।

তুরাগ তীরের ইজতেমা ময়দানে কয়েক লক্ষ মুসল্লির সাথে মোনাজাতে শরিক হয়েছেন আশপাশের এলাকার মানুষ। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদও মোনাজাতে অংশ নিয়েছেন। অনেকে ময়দানে যাত্রা শুরু করলেও যানবাহন সংকটে পৌঁছাতে পারেন নি। তারা পথে পথে দাঁড়িয়ে, বসে অংশ নিয়েছেন দোয়ায়।

এছাড়া দেশের প্রায় সবগুলো রেডিও-টেলিভিশনে মোনাজাত সরাসরি সম্প্রচার হয়। সরাসরি দেখে বা শুনেও সাধারণ মানুষ মোনাজাতে অংশ নেন। ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৯ জানুয়ারি থেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply