কুয়েতে ৩০ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা

|

কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। তাই কুয়েত সরকার ৩০ মে পর্যন্ত দেশটি সম্পূর্ণ লকডাউন করে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

লকডাউন চলাকালীন প্রত্যেক নাগরিক প্রতি সপ্তাহে একবার করে বারকোডের মাধ্যমে সুপারমার্কেট, গ্যাস, খাদ্য কেনাকাটার সুযোগ পাবে।

এ সময় সব ব্যাংকের প্রধান শাখা ও আবাসিক এলাকায় মুদি দোকান খোলা থাকবে। প্রতিদিন বেলা বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আবাসিক এলাকায় হাঁটার অনুমতি দেয়া হয়েছে। তবে গাড়ি ব্যবহার করা যাবে না।

এদিকে কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, দেশটির করোনা পরিস্থিতির ফলে প্রায় ৪০ হাজার প্রবাসী বাংলাদেশি কর্মহীন হয়ে পড়েছে। এদের মধ্যে ১০ হাজার বাংলাদেশির অবস্থা বেশি খারাপ। দূতাবাসের পক্ষ হতে কর্মহীন ও খাদ্য সংকটে থাকা বাংলাদেশি প্রবাসীদের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply