জামালপুরে পিসিআর ল্যাব স্থাপন

|

স্টাফ রিপোর্টার:

জামালপুরে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে এই ল্যাবের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি।

এই ল্যাবে প্রতি ব্যাচে পাঁচ ঘন্টায় ৯৪ টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। আর দুটি ব্যাচে নমুনা পরীক্ষা করা গেলে এখানে প্রতিদিন ১৮৮ টি নমুনা পরীক্ষা করা সম্ভব। এতে দ্রুত নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা শানাক্ত করা সম্ভব হবে।

এদিকে, এতোদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার যে জট সৃষ্টি হয়েছিল জামালপুরে ল্যাব চালুর ফলে তা অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসময় সরকারি নির্দেশনা মেনে জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হয়।

জামালপুরে এখন পর্যন্ত ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যুর পর দুই জনের নমুনা পরীক্ষায় করোনা শানাক্ত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একজন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৪৮ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply