১ জুন থেকে শুরু হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল

|

ছবি: সংগৃহীত

শর্ত সাপেক্ষে আগামী ১ জুন থেকে মাঠে ফেরার অনুমোদন পেল ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল। তবে সরকারের ৫ টি নির্দেশিকা মেনেই দর্শকশূন্য স্টেডিয়ামে ফুটবলের সাথে অন্যান্য পেশাদার খেলাও মাঠে ফিরতে পারবে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে ৫০ পৃষ্ঠার নির্দেশিকা প্রকাশ করেছে দেশটির সরকার, তাতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড দ্বিতীয় ধাপের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৩ মার্চ থেকে স্থগিত ইংলিশ প্রিমিয়ার লিগ। ৩৮০ ম্যাচের মধ্যে বাকি রয়েছে ৯২টি। ম্যানচেস্টার সিটির চেয়ে ২৫ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে ১ ম্যাচ বেশি খেরা লিভারপুল। তবে কবে থেকে লিগ শুরু করবে ইপিএল কর্তৃপক্ষ সে সিদ্ধান্ত আসেনি।

এদিকে জুলাইয়ের শুরুর দিকে প্রিমিয়ার লিগ রাগবির বাকি ৯ রাউন্ড মাঠে গড়াতে পারে। সিলভারস্টোনে ফর্মুলা-১ রেস হতে পারে ১৯ ও ২৬ জুলাই। সুরক্ষা মাস্ক পরে বক্সিংও দর্শকশূন্য ভেন্যুতে শুরু হতে পারে জুলাই মাসে।

তবে ক্রিকেট শুরু হতে সময় লাগতে পারে বাড়তি ১ মাস। কারণ ১ জুলাইয়ের আগে ক্রিকেট না ফেরাবার সিদ্ধান্ত আগেই নিয়েছিল ইসিবি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply