নজরদারি বাড়িয়ে লকডাউন শিথিলের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

|

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক তেদ্রোস আধানম।

নজরদারি বাড়িয়ে লকডাউন শিথিলের আহ্বান ডব্লিওএইচও’র পরিচালক তেদ্রোস আধানমের। তিনি বলেন, জীবন এবং জীবিকার নিরাপত্তায় ধীরস্থিরভাবে লকডাউন প্রত্যাহারের বিকল্প নেই। এ পদক্ষেপের ফলে অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি ভাইরাসের বিস্তারের ওপরও সতর্ক দৃষ্টি রাখা সম্ভব।

তিনি আরও জানান, হঠাৎ করে সংক্রমণ ছড়ালেও সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব। গেলো সপ্তাহজুড়েই, কোরিয়া-চীন ও জার্মানিতে নতুনভাবে প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার লক্ষ্য করা গেছে। প্রত্যেকটি দেশই দ্রুত এবং বৃহদাকারে লকডাউন শিথিলের পথে হেটেছিলো।

এদিকে বিশ্বজুড়ে এক সপ্তাহ পর করোনাভাইরাসে ৩ হাজারের ঘরে নেমেছে প্রাণহানি। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৪০৩ জন। আর ৭৪ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে করোনাভাইরাস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply