ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা নেজামী মারা গেছেন

|

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা নেজামী মারা গেছেন

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ জানান, সায়েদাবাদের বাসায় ইফতারের পর ওজু করতে গিয়ে পড়ে যান তিনি। তারপর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মাওলানা আব্দুল লতিফ নেজামী সজ্জন রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি শোক প্রকাশ করেছেন।

২০১২ সালে মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুর পর ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হন মাওলানা আবদুল লতিফ নেজামী। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের গুরুত্বপূর্ণ শরিক থাকলেও কয়েক বছর আগে ঘোষণা দিয়ে জোট ছেড়ে বেরিয়ে যায় ইসলামী ঐক্যজোট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply