রক এন রোলের কিংবদন্তি গায়ক লিটল রিচার্ডের মৃত্যু

|

লিটল রিচার্ড

না ফেরার দেশে চলে গেলেন রক এন রোলের কিংবদন্তি গায়ক ও গীতিকার লিটল রিচার্ড। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। এই শিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।

বিটলস, দ্য রোলিং স্টোনস, বো ডিডলে এভারলি ব্রাদার্স, এলভিস প্রিসলি, এলটন জন, মিক জ্যাগার, ডেভিড বোওয়ি, রড স্টুয়ার্টসহ বিশ্ববিখ্যাত সংগীতশিল্পীরা তাঁকে দিয়ে প্রভাবিত।

রিচার্ডের সাবেক মুখপাত্র ডিক অ্যালেন জানান, টেনেসি রাজ্যের ন্যাশভিলে নিজের বাড়িতে মারা গেছেন রিচার্ড। মৃত্যুর সময় এই শিল্পীর পাশে ছিলেন তার ভাই, বোন ও ছেলে ড্যানি পেনিম্যান।

লিটল রিচার্ডের বেজ গিটারিস্ট চার্লস গ্লেন জানান, দুই মাস ধরে তিনি অসুস্থ ছিলেন।

১৯৮৬ সালে রক এন রোলের হল অব ফেমে স্থান পাওয়া এই শিল্পী ১৯৩২ সালে জর্জিয়ায় জন্মগ্রহণ করেন। তার মূল নাম রিচার্ড ওয়েন পেনিম্যান।

১৯৪৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত গান করেছেন রিচার্ড। তার সবচেয়ে বিখ্যাত গান ‘গুড গলি মিস মলি’, ‘রিপ ইট আপ’, ‘টুটি ফ্রুটি’, ‘গুড গলি, মিস মলি’, ‘লং টল স্যালি’ প্রভৃতি। রক অ্যান্ড রোল হল অফ ফেমের প্রথম সদস্যদের একজন ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply