কিট স্বল্পতায় দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষা করবে না ভারত

|

ছবি: সংগৃহীত

ভারতে মোটামুটি সুস্থ করোনা রোগীদের হাসপাতাল ছাড়ার আগে দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষা করা হবে না। টেস্টিং কিট স্বল্পতার কারণে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত হবার ১০ দিনের মাথায় কোনো রোগীর পরপর তিন দিন জ্বর না থাকলে তাদের হাসপাতাল ছাড়ার অনুমতি দেয়া হবে। তবে পরবর্তী ৭ দিন স্বাস্থ্যবিধি মেনে আইসোলেশনে থাকতে হবে তাদের।

শনিবার পর্যন্ত দেশটিতে মোট ১৫ লাখের বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এই মুহূর্তে দৈনিক ৯৫ হাজার পর্যন্ত নমুনা পরীক্ষার সুযোগ রয়েছে ভারতে। ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩ হাজার ৩শ এর বেশি। মোট শনাক্ত ৬২ হাজার ৮শ মতো; মৃত্যু হয়েছে ২ হাজারের ওপরে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply