কারাবন্দী বিক্ষোভকারীদের মুক্তির নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর

|

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি। ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণ করেই কারাবন্দী বিক্ষোভকারীদের মুক্তির নির্দেশ দিলেন, ইরাকের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি।

শনিবার, প্রথমবার মন্ত্রীসভার সাথে বৈঠক করেন তিনি। সেখানেই বলেন, ইরাকিদের রক্তে রঞ্জিত বিক্ষোভকারীরা ছাড়া বাকিদের মুক্তি দেয়া হোক।

এছাড়া, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে ভিন্ন বৈঠকে সম্পর্কোন্নয়নে জরুরি কমিটি গঠনের নির্দেশ দেন। ইরান ইস্যুতে গেলো বছর ইরাক সরকারের সাথে টানাপড়েন শুরু হয় ট্রাম্প প্রশাসনের।

গেলো অক্টোবর থেকে প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদির অপসারণে উত্তাল ছিল ইরাক। এসময়, নিরাপত্তা বাহিনীর সাথে দফায়-দফায় সংঘাত হয় সরকার বিরোধীদের। ডিসেম্বরেই পদত্যাগে বাধ্য হন তিনি। অবশ্য, নতুন সরকার প্রধান দায়িত্ব নেয়া পর্যন্ত বহাল ছিল অতীতের মন্ত্রীপরিষদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply