বন্যা পরিস্থিতি: দক্ষিণ-মধ্যাঞ্চলে অপরিবর্তিত

|

দেশের প্রধান প্রায় সব নদ-নদীর পানি কমা অব্যাহত থাকায় উত্তরে উন্নতি আর দক্ষিণ-মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি অনেকটা অপরিবর্তিত রয়েছে।

 

 

এরমাঝে শরীয়তপুরে পদ্মার পানিতে নতুন কিছু এলাকা প্লাবিত হবার খবর পাওয়া গেছে। বানের পানিতে ডুবে আছে জেলার ৪ উপজেলার অন্তত ৯৫ গ্রাম। দক্ষিণ-মধ্যাঞ্চলের অন্যান্য জেলায় অনেকটাই অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। উত্তরে আত্রাইয়ের পানিতে নতুন করে ডুবেছে নাটোরের সিংড়ার কয়েকটি গ্রাম। এছাড়া কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধাসহ অন্য জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ব্রহ্মপুত্র ,যমুনা, সুরমা, কুশিয়ারার নদীর পানি, আগামী কয়েক ঘণ্টায় হ্রাস পাবার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 

 

যমুনা অনলাইন/এফকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply