স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে ১৪টি আউটলেট খুলে দিচ্ছে আড়ং

|

ক্রেতা ও কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে সারাদেশে কেনাকাটার জন্য নির্দিষ্ট কিছু আউটলেট খুলে দিচ্ছে আড়ং।

আজ শনিবার দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় ২১টি শোরুমের মধ্যে ১৪ টি খোলা রাখা হয়েছে।

প্রায় ৬৫ হাজার কারুশিল্পীর জীবিকা স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ।

তিনি বলেন,কুমিল্লা, সিলেট, নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ বেশি সেখানে শোরুমগুলো খোলা হবে না আর শপিং মলগুলো বন্ধ থাকায় সেখানেও খোলা হবে না শোরুম। এছাড়াও বাসাবো এলাকার শোরুমটিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শোরুমগুলোতে ঢোকার আগে ক্রেতাদের মাস্ক ও হ্যান্ডগ্লোবস, তাপমাত্রা পরিমাপ করা হবে বলে জানান তামারা আবেদ।

তিনি জানান শোরুমগুলোতে ঢোকার জন্য আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইলে আসা এসএমএসে কোডটি দেখিয়ে শোরুমে ঢুকতে হবে। ঢোকার পর প্রত্যেক ক্রেতা কেনাকাটার জন্য ১ ঘন্টা সময় পাবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
এছাড়াও, আড়ংয়ের পক্ষ থেকে ক্রেতাদের অনুরোধ করা হয়েছে কেনাকাটায় ডিজিটাল পেমেন্ট করার জন্য। সংবাদ সম্মেলনে বলা হয় দশ বছরের কম বয়সী শিশু ও বয়স্কদের সাথে না আনার জন্যও অনুরোধ করা হয়েছে।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন ব্র্যাকের কমিউনিকেশন পরিচালক মৌটুসী কবির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply