বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন মিরোস্লাভ ক্লোসা

|

ছবি: সংগৃহীত

বুন্দেসলিগার দল বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক জার্মান ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসা। আগামী মৌসুম থেকে কাজ শুরু করবেন তিনি।

গত দুই মৌসুম বায়ার্নের যুব দলের কোচের দায়িত্ব পালন করেন জার্মানির জার্সি গায়ে সর্বাধিক গোল করা এই ফুটবলার। বৃহস্পতিবার ক্লাবের মূল দলের সহকারী কোচ হিসেবে চুক্তি স্বাক্ষর করেন ক্লোসা।

২০০৭-২০১১ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের হয়ে ৯৮ ম্যাচে ২৪ গোল করা এই তারকা স্ট্রাইকার ২০১৬ সালে অবসর নেন পেশাদার ফুটবল থেকে। এর দুই বছর পর বায়ার্ন মিউনিখের যুব দলের প্রধান কোচ হিসেবে শুরু করেন কোচিং ক্যারিয়ার। এবার কাজ করবেন ২০১৪ সালে বিশ্বকাপজয়ী জার্মান দলের সহকারী কোচ হান্সি ফ্লিকের সাথে। সে বছরই বর্তমান বায়ার্ন কোচ ফ্লিক খুব কাছ থেকে দেখেছেন ক্লোসাকে।

মিরোস্লাভ ক্লোজ (সহকারী কোচ বায়ার্ন মিউনিখ) জানান, ‘দায়িত্ব পেয়ে খুবই ভালো লাগছে। সাবেক কোচের সাথে কাজ করতে মুখিয়ে আছি। জাতীয় দলের সময় থেকে আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনি। ব্যক্তিগত ও পেশাদারিত্বের যায়গা থেকে আমরা একে অপরকে খুব বিশ্বাস করি। ফ্লিকের সঙ্গে কাজ করে দলকে আরও এগিয়ে নিতে চাই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply