ফাঁকা সেন্টমার্টিনে অন্যরকম সময় উপভোগ করছেন ৩ পর্যটক

|

ফাঁকা সেন্টমার্টিনে অন্যরকম সময় উপভোগ করছেন তিন পর্যটক। প্রায় ৫৭ দিন ধরে তারা স্বেচ্ছায় আছেন দ্বীপে। ঘুরতে গিয়ে সবকিছু লকডাউনের খবর শুনে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা।

স্বেচ্ছায় দ্বীপে থেকে যাওয়া তিন পর্যটক হলেন রাজধানীর এনজামুল হক, আরশাদ হোসেন ও সালেহ রেজা। আরশাদ পেশায় ব্যবসায়ী, এনজামুল একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন, আর সালেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ভ্রমণ করতে গিয়েই তিন জনের বন্ধুত্ব।

তারা জানান, ১৫ মার্চ সাত জন ঘুরতে যান সেন্টমার্টিনে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ১৯ মার্চ সবশেষ জাহাজ ছাড়ে দ্বীপ থেকে। তাদের সঙ্গীরা সে জাহাজে ফিরলেও ফেরেননি আরশাদ, এনজামুল ও সালেহ। তারা সেখানকার একটি রিসোর্টে এখন ফ্রি থাকছেন। খাচ্ছেন রিসোর্টের কর্মীদের সাথে। লোকজনহীন সেন্টমার্টিনে উপভোগ করছেন অন্যরকম সময়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply