২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদফতর

|

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদফতর

ব্রিফিংয়ে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় দেশে ৭০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে, কতজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে সে তথ্য দিতে পারেনি স্বাস্থ্য অধিদফতর। সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, আমরা দুঃখিত এই মুহূর্তে করোনায় মৃত্যুর সংখ্যা জানাতে পারছি না। পরবর্তীতে এটি আমাদের ওয়েবসাইটে আপডেট করা হবে।

বৃহস্পতিবারের ব্রিফিংয়ে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ৭০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬,৩৮২টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৫,৮৬৭টি।

বৃহস্পতিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এর আগে, বুধবার একদিনে দেশে রেকর্ড ৭৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে ও ৩ জনের মৃত্যু হয়েঝে।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করা হয়। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply