আজ দেখা যাবে বছরের শেষ ‍সুপারমুন

|

আজ দেখা যাবে বছরের শেষ সুপারমুন। মে মাসে বেশি ফুল ফুটে বলে এই সুপারমুনের নাম দেয়া হয়ছে ফ্লাওয়ার সুপারমুন। খবর সিএনএন’র।

সাধারণ সময়ের চেয়ে ৬ শতাংশ বড় আকারে দেখা যাবে আজ চাঁদকে।

এরআগে, গত ৯ মার্চ ও ৭ এপ্রিল সুপারমুন দেখা গিয়েছিল।

সাধারণত বছরে ১২টি ফুলমুন দেখা গেলেও এবছর ১৩টি ফুল মুন দেখা যাবে বলেও জানা গেছে। যা অক্টোবরের ১ তারিখ ও ৩১ তারিখ দেখা যাবে।

এদিকে, কিছুদিন আগেই এক উল্কাপাতের সাক্ষী থেকেছে বিশ্ব। এবার আরো একবার। চলতি সপ্তাহে এই দৃশ্য দেখা যাবে বলে জানা গিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply