জম্মু-কাশ্মিরে আবারও ইন্টারনেট বন্ধ

|

ভারতের জম্মু-কাশ্মিরে আবারও বিচ্ছিন্ন করে দেয়া হলো, মুঠোফোন সার্ভিস ও মোবাইল ইন্টারনেট সংযোগ। সেনা অভিযানে শীর্ষ হিজবুল মুজাহিদিন কমান্ডার রিয়াজ নাইকু নিহতের পর, উপত্যকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আসে এ সিদ্ধান্ত।

পুলওয়ামার একটি গ্রামে সেনা অভিযানে বুধবার প্রাণ যায় তার। প্রায় আট বছর ধরে পলাতক ছিলেন সাবেক এই অঙ্কের শিক্ষক। খোঁজ পেলে মাথার দাম হিসেবে ১২ লাখ রুপি পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। ২০১৬ সালে নিহত হিজবুল মুজাহিদিনের আরেক কমান্ডার, জনপ্রিয় বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানির মৃত্যুতে দীর্ঘদিন অস্থির ছিল কাশ্মির। তারই ঘনিষ্ঠ সহযোগী নাইকুর মৃত্যুতে, ক্ষোভ ছড়ানোর আশঙ্কায় উপত্যকায় কঠোর করা হয়েছে সেনা প্রহড়াও। চলতি সপ্তাহেই জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে গোলাগুলিতে প্রাণ যায় সেনা কর্মকর্তাসহ ভারতের পাঁচ নিরাপত্তা সদস্যের। নয়াদিল্লির অভিযোগ, করোনা লকডাউনের সুযোগে কাশ্মির সীমান্ত দিয়ে অস্ত্রধারীদের অনুপ্রবেশ করাচ্ছে পাকিস্তান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply