রোহিঙ্গা পূনর্বাসন: মিয়ানমারকে ৩০ লাখ ডলার সহায়তা দেবে জাপান

|

প্রত্যাবাসনের পর রোহিঙ্গাদের সহায়তায় মিয়ানমারকে ৩০ লাখ ডলার দেবে জাপান। শুক্রবার মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সাথে বৈঠকে এ ঘোষণা দেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।

রাজধানী নেইপিদো’য় অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গা মুসলিমদের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংখ্যালঘুদের নাগরিক মর্যাদা নিশ্চিতের পাশাপাশি নিরাপদে তাদের প্রত্যাবাসন করতে হবে।

রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাওয়ার পর পুর্নবাসনের ব্যাপারেও সু চি প্রশাসন যেনো সচেষ্ট থাকে সেই অনুরোধও জানান তিনি। একই সময় নিপীড়িত মানুষদেরকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

গত নভেম্বরে কুতুপালং-এর আশ্রয় শিবির সফর করেছিলেন তারো কোনো। আগস্টে রাখাইনে মিয়ানমার বাহিনীর বর্বরতা শুরু হলে বাংলাদেশ সীমান্তে পালিয়ে আসেন সাড়ে ৬ লাখের বেশি রোহিঙ্গা। সেনাও স্থানীয়ও উগ্রপন্থীদের হাতে প্রাণ হারান কমপক্ষে ৯ হাজার মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply