সাভারে নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ

|

ছবি: সাভার মডের থানা

সাভারে এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই ভুক্তভোগী নারী
শ্রমিকের দায়ের করা মামলায় পুলিশ এরই মধ্যে ইব্রাহিম নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে।

পাশাপাশি ওই নারী শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ
ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে।

বুধবার সকালে ওই নারী বাদী হয়ে দুই জনের নাম উল্লেখসহ মোট ৪ জনের নামে সাভার মডেল থানায়
মামলা দায়ের করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গতকাল ওই রাতে ওই নারী পোশাক শ্রমিক হেমায়েতপুরের চলন্তিকা
হাউজিং এলাকায় তার পুরাতন বাসা থেকে আসবাবপত্র নিয়ে নতুন বাসায় আসার পথে স্থানীয় বখাটে যুবক ইব্রাহিম, রাব্বিসহ আরও অজ্ঞাতনামা দুই যুবক তার গতিরোধ করে। পরে তারা ওই নারীকে জোড় পূর্বক একটি অটোরিক্সায় উঠিয়ে বালিয়ারপুরের একটি ফাঁকা স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।

পরবর্তীতে এই ঘটনায় ওই ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় একটি অভিযোগ দিলে পুলিশ প্রধান
অভিযুক্ত ইব্রাহিমকে গ্রেফতার করে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply