দেশের করোনা সংক্রমণের জেলাভিত্তিক সবশেষ তথ্য

|

দেশে এ পর্যন্ত দশ হাজার ৯২৯ করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে মোট ১৮৩ জনের। এছাড়া করোনায় মোট সুস্থ হয়েছেন ১৪০৩।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত রাজধানী ঢাকা’সহ মোট ৬৩ জেলায় রোগী শনাক্ত হয়েছে। ঢাকার পরই দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৫৫ জন আক্রান্ত নারায়ণগঞ্জে।

রাজধানীর পাশের আরেক জেলা গাজীপুরে আক্রান্ত ২৫৯। এছাড়া কিশোরগঞ্জে ২০২, নরসিংদীতে ১৬৬ ও মুন্সীগঞ্জে ১৬১ জন।

বন্দর নগরী চট্টগ্রামে রোগী শনাক্ত হয়েছে ১০৫ জন। কুমিল্লায় ১১২ ও ব্রাহ্মণবাড়িয়াতে ৫৬ জন। এদিকে পুরো চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা ৪১৭। ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ৩২১। এর মধ্যে ময়মনসিংহ জেলাতেই ১৬৯ ও জামালপুরে ৭৪ জন।

রংপুরে বিভাগে আক্রান্তের সংখ্যা মোট ১৯৮। বিভাগটিতে সবচেয়ে বেশি আক্রান্ত ৭৫ জন রংপুরে। যশোর জেলাতে আক্রান্ত ৭৪ জন, আর খুলনা বিভাগে এখন আক্রান্তের সংখ্যা ১৭২।

সিলেট বিভাগে আক্রান্ত ১৪৯। এর মধ্যে হবিগঞ্জে আক্রান্ত ৬৯ জন। দক্ষিণের বিভাগ বরিশালে আক্রান্ত ১১৭, এরমধ্যে বরিশালেই ৪১ ও বরগুনাতে ৩৩ জন। রাজশাহী বিভাগে এখন পর্যন্ত ১২৫ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply