লকডাউন শেষ হলে ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ

|

ছবি: সংগৃহীত

লকডাউন শেষ হলে ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

ক্রিকেটারদের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা না দিলেও সতর্কতার জন্য সবাইকেই স্বাস্থ্য পরীক্ষার আওতায় নিয়ে আসতে চায় বিসিবি।

তবে কোনো উপসর্গ না থাকলে এই মুহূর্তে করোনাভাইরাস পরীক্ষা করা সম্ভব না। তাই প্রাইভেট হাসপাতালগুলোতে পরীক্ষার ব্যবস্থা থাকলে ক্রিকেটার ও বোর্ডের কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষা করানো যেতো।

কোভিড-১৯ সতর্কতায় ১৯ মার্চ থেকে বাংলাদেশে সব ধরনের ক্রিকেট স্থগিত করে বিসিবি। পরে বন্ধ করা হয় মিরপুরে বিসিবির কার্যালয়। তবে ঘরে বসেই কাজ করছেন সংশ্লিষ্টরা। আর ফিটনেস ধরে রাখতে ক্রিকেটার ঘরে বসেই শরীরচর্চা করছেন বিসিবির গাইড লাইন অনুযায়ী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply