সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ ইন্টার্ন চিকিৎসক করোনা পজেটিভ

|

সিলেট ব্যুরো

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরও ১৬ ইন্টার্ন চিকিৎসক কোভিভ ১৯ পজেটিভ শনাক্তের খবর পাওয়া গেছে। নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সিলেটের উপ পরিচালক আনিসুর রহমান।

তিনি জানান, গত ২৩ এপ্রিল গাজীপুর ফেরত এক ইন্টার্নি চিকিৎসক পজেটিভ শনাক্ত হওয়ার পর সহপাঠীদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে তাদের মধ্যে ১৬ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। গতকাল রাতে সেই তথ্য নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি। তবে শুরু থেকেই তাদেরকে আইসোলোশনে রাখা হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা।

এ নিয়ে সিলেটে মোট ১৭ জন ইন্টার্নি চিকিৎসক করোনা পজেটিভ। এদের সংস্পর্শে আসা অন্যান্য সহপাঠী ও সহকর্মীরা আইসোলেশনে আছেন।

এর আগে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মঈন উদ্দিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply