পাক বিমান বাহিনীতে প্রথম হিন্দু বৈমানিক হিসেবে নিয়োগ পেলেন রাহুল দেব

|

পাক বিমান বাহিনীতে প্রথম হিন্দু বৈমানিক রাহুল দেব

পাক বিমান বাহিনীতে প্রথম হিন্দু বৈমানিক রাহুল দেব

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির বিমান বাহিনীতে বৈমানিক হিসেবে নিয়োগ পেলেন দেশটির সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কোন যুবক। খবর পাক গণমাধ্যম ডেইলি পাকিস্তানের।

পাকিস্তান বিমান বাহিনীতে সদ্য নিয়োগপ্রাপ্ত এই বৈমানিকের নাম রাহুল দেব। রাহুল দেব সিন্ধ প্রদেশের থারপরকর জেলার বাসিন্দা।

অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েত সেক্রেটারি রবি দাওয়ানি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই সিভিল সার্ভিস এবং সেনাবাহিনীতে কাজ করছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে নজর দেয়া হলে তারা দেশের জন্য কাজ করতে সর্বদা প্রস্তুত।

উল্লেখ্য, পাকিস্তান সামরিক বাহিনীতে (সেনা,নৌ ও বিমান বাহিনী) বিভিন্নক্ষেত্রে হিন্দু, শিখ, খ্রিস্টানরা সুনামের সাথেই তাদের কাজ করছেন। তবে আনুষ্ঠানিকভাবে বৈমানিক পদে এই প্রথমবার কোনও হিন্দু ব্যাক্তিকে নেওয়া হয়েছে।

এদিকে, রাহুল দেবের এই নিয়োগ পাওয়ার পর দেশটির অধিকাংশ নাগরিকই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply