জার্মান ফুটবল লিগের করোনা পরিক্ষা নিয়ে বিতর্কের জন্ম

|

জার্মান ফুটবল লিগের করোনা পরিক্ষা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন হার্থা বার্লিনের ফরোয়াড সলোমন কালু। সামাজিক দূরত্ব ভঙ্গ করা আর ক্লাবের ফুটবলারদের করোনা টেস্টের নমুনা সংগ্রহের ভিডিও লাইভ করেছে শাক্তির নিষেধজ্ঞার মুখে পড়েছেন এই আইভরি কোস্টের ফুটবলার।

হার্থা বার্লিনের ফুটবলারদের স্বাস্থ পরিক্ষা করা হয় সোমাবার। সেই পরিক্ষা দিতে আসার পুরাটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করেন সলোমন কালু। কিন্তু করোনায় সামাজিক দূরত্ব না মেনে ড্রেসিং রুমে সতির্থদের সাথে কর্মদন করছেন এই ফরোয়ার্ড।এরপর করোনার নমুনা সংগ্রহ করার কক্ষেও লাইভ করেন তিনি। যেখানে দেখা যায় পর্যান্ত নিরাপত্তা না নিয়েই কেবল সার্জিকাল মাস্ক ও গ্লাভস পরে ক্লাবের আরেক ফুটবলার জর্ডার টুরুনারিঘার নমুনা সংগ্রহ করছেন চিকিৎসক।

এই ঘটনায় দ্রুতই বিতির্কের জন্ম দয়ে। প্রশ্ন ওঠে ক্লাব গুলোর সচেতনতা নিয়ে। এরপর সামাজিক দুরুত্ব না মানা আর লাইভ করার অপরাধে কালুকে নিষিদ্ধ করেন জার্মান লিগ কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply