যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সত্তর হাজারের কাছাকাছি

|

যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘণ্টার হিসেব অনুযায়ী ১০১৫ জন মানুষ মারা গেছেন। এটা গত এক মাসে এই দেশে সর্বনিম্ন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৭০ হাজার ছুঁইছুঁই। খবর বিবিসি।

এখন পর্যন্ত ১১ লাখ ৮০ হাজারের বেশি মানুষের মধ্য কোভিড-১৯ ধরা পড়েছে যুক্তরাষ্ট্রে।২ লাখের মতো লোক সুস্থ হয়ে উঠেছে।

তবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র সরকার আশঙ্কা করছে জুনের শুরুতে আবারো সংক্রমণ বাড়তে পারে। নিউইয়র্ক টাইমেসর একটি প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় বার আঘাত হানলে প্রতি দিন দুই লাখ আক্রান্ত হতে পারে এবং দিনে ৩ হাজার মানুষ মারা যেতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রাণ গেছে আরও দু’জন প্রবাসী বাংলাদেশির। এ নিয়ে দেশটির ছয় রাজ্যে গেল ৪৯ দিনে মারা গেছেন ২৩৩ জন বাংলাদেশি।

শনিবার মারা যাওয়া ব্যক্তিদের দু’জনই নিউইয়র্কের বাসিন্দা। এদের মধ্যে একজন হলেন, ৬৬ বছর বয়সী নুরুল ইসলাম শুকুর। কোভিড নাইনটিনে আক্রান্ত হয়ে নিউইয়র্কের ব্রুকলিনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে মৃত্যু হওয়া প্রবাসী বাংলাদেশির মধ্যে ২১১ জনই নিউইয়র্কের। বাকিরা মিশিগান, নিউজার্সি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া আর ম্যাসাচুসেটসের বাসিন্দা ছিলেন। দেশটির বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অনেক বাংলাদেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply