তানজানিয়ায় ছাগল-ফলেরও করোনা পজেটিভ!

|

ছাগল, গাছের ফলেরও করোনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। বিষয়টি কেমন লাগছে তাইনা? হ্যাঁ এমনই ঘটেছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায়। আর এসব তথ্য জানালেন দেশটির রাষ্ট্রপতি জন মাগুফুলি। এই ঘটনা ঘটে রোববার।

মূলত টেস্টিং কিটের মান খারাপের কারণে এ ঘটনা ঘটেছে। বিদেশ থেকে আমদানি করা হয় করোনা টেস্টিং কিটগুলো। তবে কোন দেশ থেকে আনা হয়ছে তা জানা যায়নি। খবর আল জাজিরা।

তানজানিয়ার রাষ্ট্রপতি জন মাগুফুলি জানান, ওই টেস্ট কিটগুলি বিদেশ থেকে আমদানি করা হয় । টেস্টিং কিটের মান নির্ণয়ের জন্য নিরাপত্তাবাহিনীর কিছু কর্তা ছাগল, ভেড়া, পওপও বলে এক ধরণের ফল থেকে কিছু নমুনা নিয়ে তা মানুষের নাম দিয়ে ল্যাবরেটরিতে পাঠায়। নমুনা গুলি কোথা থেকে নেওয়া সেই বিষয়ে কাউকে কিছু বলা হয়নি।

পরে দেখা গেছে ওই ফল, ছাগল, ভেড়ার নমুনায় করোনা পজেটিভ এসেছে। উল্লেখ্য, এখন পর্যন্ত তানজানিয়ায় ৪৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন আর ১৭ জনের মৃত্যু হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply