পদ্মা সেতুতে বসানো হলো ২৯-তম স্প্যান

|

পদ্মা সেতুতে বসানো হল ২৯তম স্প্যান

শরীয়তপুর প্রতিনিধি:

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বসানো হয়েছে ২৯-তম স্প্যান। সোমবার সকালে ১৯ ও ২০ নম্বর পিলারের ওপর বসানো হয় এই স্প্যানটি। এর ফলে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার দৈর্ঘ্য দৃশ্যমান হয়েছে। গত ১১ এপ্রিল ২৮তম স্প্যান বসানো হয়েছিল। চলতি বছরের জুলাইয়ের মধ্যে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো পরিকল্পনা রয়েছে সেতু কর্তৃপক্ষের।

রোববার মুন্সিগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ২৯-তম স্প্যানটি ভাসমান ক্রেনে ভাসিয়ে নিয়ে আসা হয় ১৯ ও ২০ নম্বর পিলার বরাবর। পরে সোমবার সকালে স্প্যানটি পিলারের ওপর বসানোর কাজ শুরু হয়।

স্প্যান বসানোর পাশাপাশি রোড স্ল্যাব ও রেল স্ল্যাব বসানোর কাজও চলছে। বাকি ১২টি স্প্যানের মধ্যে বাংলাদেশে আছে ১০টি। দুটি স্প্যান এখনও চীনে রয়েছে। করোনার প্রভাব কেটে গেলে ওই দুটি স্প্যান বাংলাদেশে নিয়ে আসা হবে এমনটাই জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, ঝড় বাদলের শংকা মাথায় রেখেই একদিন আগে পিলারের কাছে স্প্যানটি নিয়ে আসা হয় এবং পরের দিন সেটি পিলারের ওপর বসানো হয়। এতে ঝুঁকি কম থাকে। সেভাবেই ২৯ তম স্প্যানটি বসানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply