গাজীপুরে চাকরি পুনর্বহালের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

|

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে বন্ধ কারখানা খুলে দিয়ে চাকরিতে পুনর্বহালের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তৈরী পোশাক শ্রমিকরা। সকাল ৭টা থেকে গাজীপুরের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে অবরোধ করে বিক্ষোভ করলে শিল্পপুলিশ বাধা দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয় শ্রমিকদের।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, তারগাছ এলাকায় পাশাপাশি দুটি কারখানায় কয়েক’শ শ্রমিক কাজ করলেও আজ শনিবার সকাল থেকে করোনা মহামারির কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এতে, কারখানা বন্ধ ও খোলার সঠিক তথ্য না পেয়ে শ্রমিকরা এ আন্দোলন করে। কারখানার শ্রমিকদের মৌখিকভাবে কারখানা বন্ধের বিষয় জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। অন্যত্র কাজ খুঁজে নেওয়ার কথা জানিয়েছেন বলে অভিযোগ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply