মে মাসের মধ্যে ইউরোপিয়ান লিগ শুরুর নির্দেশ দিলেন আলেক্সান্ডার সেফরিন

|

ছবি: উয়েফার প্রেসিডেন্ট আলেক্সান্ডার সেফরিন।

মে মাসের মধ্যে ইউরোপের দেশ গুলোকে নিজ দেশের ফুটবল লিগ শুরুর নির্দেশ দিয়েছেন উয়েফার প্রেসিডেন্ট আলেক্সান্ডার সেফরিন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন ইউরোপের সব ফুটবল লিগই বন্ধ। অনেকের অপেক্ষা মৌসুম শেষের। আবার নেদারল্যান্ডস, ফ্রান্সে বাতিল করেছে চলতি মৌসুম। এতে আর্থিক ক্ষতি হচ্ছে ফুটবল সংশ্লিষ্টদের।

করোনার বিরূপ প্রভাবে আর্থিক ক্ষতি বাড়তে থাকলে ক্রীড়াঙ্গনে বড় ধরনের বিপর্যয়ে নেমে আসবে বলে মন্তব্য করেন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, উয়েফার সভাপতি আলেক্সান্ডার সেফরিন। তাই মে মাসের মধ্যে সব লিগ শুরুর তাগিদ দিলেন তিনি।

ইতিমধ্যে ৫৫টি ফুটবল সংস্থার কাছে চিঠিও পাঠিয়েছে উয়েফা। যেখানে আগামী ২৫ মের মধ্যে নিজ নিজ দেশের লিগ শুরু করা সম্ভব কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply