চট্টগ্রামে লকডাউনের মাঝে বিয়ে, বর-কনেকে পৃথক কোয়ারেন্টাইনে প্রেরণ

|

লকডাউনের মধ্যেই ঢাকা থেকে চট্টগ্রামের বোয়ালখালী এসে বিয়ে করেছেন এক ব্যাংক কর্মকর্তা। এজন্য তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুধু তাই নয়, বর কনে দুজনকেই পৃথক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখীল ইউনিয়নের জমাদার বাড়ির আব্দুল হকের বাড়িতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী।

মোজাম্মেল হক চৌধুরী জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরের বাইরে না যাওয়ার এবং সব ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে সরকারের। বোয়ালখালীর ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ সরকারি এসব নির্দেশনা না মেনে কর্মস্থল ঢাকা থেকে গত ২৭ এপ্রিল বোয়ালখালী আসেন। কোয়ারেন্টাইনে না থেকে শুক্রবার একই উপজেলার করলডাঙা ইউনিয়নের এক মেয়েকে বিয়ে করেন।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত। বর আব্দুল্লাহ আল মাহমুদকে ১৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি নবদম্পতিকে ১৪ দিনের পৃথক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply