ঝালকাঠি পৌরসভায় ত্রাণ নিয়ে স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ

|

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ ও কার্ড বণ্টন নিয়ে অনিয়ম, স্বজনপ্রীতি, ও ভোট কেনার অভিযোগ উঠেছে। ত্রাণ বঞ্চিত অসহায় মানুষ ত্রাণের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে।

শুক্রবার দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকার নারী-পুরুষ কাউন্সিলদের কাছ থেকে ত্রাণ ও কার্ড না পেয়ে জেলা প্রশাসকের কাছে দাবি জানায়। সেসময় ৫ পৌর কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকা উপস্থিত হন।

কাউন্সিলররা ত্রাণ চাইতে আসা অসহায় মানুষদের পুলিশে গ্রেফতারের ভয় দেখালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় শারমিন মৌসুমী কেকা ও দলীয় মহিলা নেত্রীদের সাথে কাউন্সিলরদের সাথে কথাকাটাকাটি হয়।

কেকার দাবি- এখন পর্যন্ত তারা কোন প্রকার সরকারি কিংবা বেসরকারি ত্রাণ বা খাদ্য সহায়তা পাননি। এদিকে অনেকে অভিযোগ করেছেন, ঝালকাঠি পৌর কাউন্সিলররা সুসমভাবে ত্রাণ বিতরণ করছেন না। আত্মীয় স্বজন এবং কর্মী সমর্থকদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলরা। কিন্তু বঞ্চিত মানুষের ত্রাণ সহায়তার সমাধান হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply