আগামী বছরও টোকিও অলিম্পিক আয়োজন সম্ভব নয়: শিনজো আবে

|

ছবি: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমানো না গেলে আগামী বছরও টোকিও অলিম্পিক আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

করোনা সংক্রমণের কথা মাথায় নিয়ে গেল মাসেই ১ বছর পেছানো হয় টোকিও অলিম্পিক। কিন্তু করোনার ভয়াল থাবা দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় আপাতত অলিম্পিকের মতো বৈশ্বিক ক্রীড়া আসর আয়োজন না করার মত দিয়েছেন অনেকে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, অলিম্পিকের পূর্ণাঙ্গ আয়োজন করতে অ্যাথলেট এবং দর্শকদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কিন্তু করোনা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তা অসম্ভব। বুধবার পার্লামেন্টে বিরোধী দলীয় এক আইনপ্রণেতার প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন আবে।

এর আগে মঙ্গলবার টোকিও অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট ইয়োশিরো মোরি জানান, ২০২১ সালেও আয়োজন সম্ভব না হলে বাতিল হতে পারে অলিম্পিকের আসর।

শিনজো আবে জানান, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের যত দ্রুত সম্ভব এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে জিততে হবে। অলিম্পিক এমন এক উপায়ে অনুষ্ঠিত হতে হবে যেন, সারা বিশ্ব করোনাযুদ্ধে বিজয়ী হয়েছে এমন কিছুকে প্রতিনিধিত্ব করবে। নয়তো খেলা আয়োজন কঠিন হয়ে যাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply