করোনায় ভারতে মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়ালো

|

করোনায় ভারতে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ২৪ ঘন্টায় দেশটিতে প্রাণ গেছে ৭৩ জনের। আজ একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড। সংক্রমণেও নতুন রেকর্ড হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৭ জন। সব মিলিয়ে ভারতে এখন করোনা রোগীর সংখ্যা ৩১ হাজার ৩৩২ জন। সংক্রমণ আর প্রাণহানি, দুদিক দিয়েই শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে এখন পর্যন্ত আক্রান্ত ৯ হাজার ৩১৮ জন। মৃত্যু ৪০০ জনের।

মহারাষ্ট্রের পরেই খারাপ অবস্থা গুজরাট ও দিল্লির। ভারতে ১৫ ফেব্রুয়ারি প্রথম সংক্রমণ ধরা পড়লেও গত দু’সপ্তাহ ধরে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিস্তার ঠেকাতে ২৫ মার্চ থেকে লকডাউন চলছে ভারতজুড়ে। ৩ মে লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও আরও এক দফা এর মেয়াদ বাড়ানোর দাবি তুলেছেন কয়েকজন মুখ্যমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply