করোনার মাঝেই সিরিয়ার সন্ত্রাসী হামলা: নিহত ৪০

|

সিরিয়ার সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে ১১ শিশুসহ কমপক্ষে ৪০ বেসামরিক মানুষের। আহত হয়েছে আরও অর্ধশত। হামলার জন্য কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে তুরস্ক।

মঙ্গলবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আফরিনের রাজু স্ট্রিটে এ হামলায় তেলবাহী একটি ট্যাঙ্কারকে গাড়িবোমা হিসেবে ব্যবহার করেছে সন্ত্রাসীরা। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ভবন। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

তবে ২০১৬ সাল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের নির্মূলে তুরস্কের একাধিক সামরিক অভিযান চলমান। এর মধ্যে গেল বছর বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে, আফরিন স্বাধীন ঘোষণা করে আঙ্কারা। এক বছরে তুর্কি বাহিনী নিয়ন্ত্রিত শহরটিতে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা এটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply