কাজে লাগবে না ‘বেবি ডল’ কণিকার প্লাজমা, গায়িকাকে সাফ জানাল চিকিৎসকের দল !

|

গায়িকা কণিকা কাপুরের ইচ্ছে কোনওভাবেই পূরণ হওয়া সম্ভব নয় ৷ করোনা ভাইরাস সংক্রমণের সঙ্গে দীর্ঘ লড়াই জিতে ফেরার পর কোভিড-১৯ পেশেন্ট-দের জন্য প্লাজমা দানের কথা জানিয়েছিলেন গায়িকা নিজেই ৷ কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দিলেন তা আর সম্ভব নয় ৷ একইসঙ্গে তারা কণিকার প্লাজমা না নেওয়ার কারণও জানিয়েছেন ৷

দীর্ঘদিন ধরে করোনায় আক্রান্ত থাকায় এ রোগের যন্ত্রণা ভালই জানেন গায়িকা কণিকা কাপুর ৷ তাই সেই উপলব্ধি থেকেই করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নিজের প্লাজমা ডোনেট করার কথা জানিয়েছিলেন ৷ সেই মতো কণিকার বাড়ি গিয়েই কিং জর্জ কলেজের ডাক্তারদের একটি টিম নমুনা সংগ্রহ করেন ৷

কণিকার রক্তের নমুনা পরীক্ষার পরই চিকিৎসকেরা জানিয়ে দেন গায়িকার প্লাজমা পেশেন্টদের কোনও কাজেই আসবে না ৷ কারণ, চিকিৎসকদের মতে কণিকার রক্তের অ্যান্টিবডি অত্যন্ত দুর্বল ৷ এই অ্যান্টিবডিই করোনার সঙ্গে লড়তে সাহায্য করে ৷ ফলে গায়িকা কণিকা কাপুরের প্লাজমা রোগীর থেরাপিতে ব্যবহার করা সম্ভব নয় ৷

করোনার থেকে মুক্তি পেয়ে আপাতত সুস্থ বলিউড গায়িকা কণিকা কাপুর ৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন লখনউয়ের বাড়িতেই আছেন তিনি৷ লখনউয়ের বাড়িতেই ২১ দিন নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন তিনি ৷ করোনার থেকে মুক্তি পেয়ে আপাতত সুস্থ বলিউড গায়িকা কণিকা কাপুর ৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন লখনউয়ের বাড়িতেই আছেন তিনি৷ লখনউয়ের বাড়িতেই ২১ দিন নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন তিনি ৷
করোনার থেকে মুক্তি পেয়ে আপাতত সুস্থ বলিউড গায়িকা কণিকা কাপুর ৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন লখনউয়ের বাড়িতেই আছেন তিনি৷ লখনউয়ের বাড়িতেই ২১ দিন নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন তিনি ৷


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply