করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩০ লাখ

|

বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে এতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সেই ধারা অব্যাহত থাকায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৬৫ হাজার ৩৭২ জনে ছাড়ালো। এছাড়া সুস্থ হয়েছেন প্রায় সারে ৯ লাখ মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত করোনায় আক্রান্ত বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ৩০ লাখ ৬৫ হাজার ৩৭২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ হাজারের মতো মানুষের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-১৯।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছে এই মহামারিতে। ফলে বিশ্বে এ পর্যন্ত করোনায় মারা গেছে ২ লাখ ১১ হাজার ৬০৬জন।

তবে শত হতাশার মধ্যেও আশার কথা এই যে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যাও কিন্তু কম নয়। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ লাখ ২২ হাজার ৩৮৭ জন।

এছাড়া চিকিৎসাধীন রয়েছেন আরও ১৯ লাখ ৩১ হাজার ৩৭৯ জন। এদের মধ্যে ৫৬ হাজার ৩০০ জনরে অবস্থা সঙ্কটাপন্ন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply