নাগরিকত্ব প্রদানে সুইজারল্যান্ডের কড়াকড়ি

|

গত তিন বছর ধরে রাষ্ট্রীয় ভাতায় জীবন চালানো মানুষেরা নাগরিকত্ব পাবে না বলে ঘোষণা দিয়েছেন সু্ইজারল্যান্ড সরকার। দেশটির নাগরিকত্ব পেতে হলে ভাতা বাবদ প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।

নতুন বছরের প্রথম দিন থেকে এই নতুন আইনটি কার্যকর করা হয়। নতুন আইন অনুসারে, নাগরিকত্ব পেতে হলে সামাজিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে সুইস জনগণের সঙ্গে ’সখ্যতা’ থাকার বিষয়টি প্রমাণ করতে হবে। পাশাপাশি ক্যান্টন বা প্রদেশ ভেদে ভাষা দক্ষতার প্রমাণও দিতে হবে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের অংশ না হয়েও সুইস সরকার ২০১৬ সালে তিন হাজার যুদ্ধবিধ্বস্ত সিরিয় শরণার্থীকে জায়গা দেওয়ার ঘোষণা দিয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply