ফেসবুক ভিডিও চ্যাটে একসঙ্গে ৫০ জন

|

করোনাভাইরাসের কারণে বিশ্ব নাগরিকরা ঘরে অবরুদ্ধ হয়ে আছেন। এই সময়য়ে একে অপরের সাথে যোগাযোগের জন্য নাগরিকরা বেছে নিয়েছে ইন্টারনেটকে। ভিডিও কলে অনেককে যুক্ত করে পারস্পারিক যোগাযোগ করছেন। এই লকডাইনে তাই ভিডিও চ্যাটের অনেক অ্যাপস/সফ্টওয়ার জনপ্রিয় হয়ে উঠে।

এবার সে কথা মাথায় রেখেই ‘মেসেঞ্জার রুম’ নিয়ে এলো ফেসবুক। যার মাধ্যমে ভিডিও কলে একসঙ্গে ৫০ জনের সঙ্গে কথা বলা যাবে। সবচেয়ে মজার বিষয় হল, ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও মেসেঞ্জার রুমে চ্যাটিং করা যাবে।

একটি লিংকের মাধ্যমেই একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে। কোনও ইউজার অন্য একজনকে জয়েন করার লিংকটি পাঠালেই তিনি ঢুকে পড়তে পারবেন মেসেঞ্জার রুমে। এককথায় ভারচুয়াল পার্টিরও আয়োজন করতে পারেন এই প্ল্যাটফর্মে।

আপাতত এই মেসেঞ্জার রুম ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ। তবে পরবর্তীকালে ইনস্টাগ্রাম ডিরেক্ট, হোয়াটসঅ্যাপের সঙ্গেও এটি জুড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply