সৌদি আরবে নারীর ভিসায় বিধিনিষেধ শিথিল

|

২৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী যেকোনো নারী এখন থেকে একাই সৌদি আরবের ভ্রমণ ভিসা পাবেন। তার সাথে কোন পরিবারের সদস্য থাকতে হবে না।

সৌদি আরবের আইন অনুযায়ী কোন নারীর ভ্রমণের সময় তার সাথে মুহরিম (যাদের সাথে বিয়ে করা হারাম) থাকতে হয়। সৌদি সরকার সেই নীতি থেকে সরে এসেছেন। সৌদি ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হ্যারিটেজ কমিশনের মুখপাত্র জানান, এখন থেকে ২৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী নারীরা একাই সৌদি আরবে আসতে পারবেন, তবে ২৫ বছরের কম হলে ভিসা পেতে পরিবারের সদস্য লাগবে।

কমিশনের ডিরেক্টর ওসর আল মুবারক বলেন, এই ট্যুরিস্ট ভিসাটি হবে সিঙ্গেল এন্ট্রির ও ৩০ দিনের মেয়াদের। ২০১৮ সালের প্রথমার্ধ থেকেই এই্ ভিসা চালু হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply